• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

তেঁতুলিয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২২, ১২:৪১ এএম

তেঁতুলিয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে আজমাইল নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। 

রবিবার (১৩ নভেম্বর) দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া সদর ইউনিয়নের বোচাগছ গ্রামে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত শিশুটি ওই গ্রামের  আব্দুল জব্বারের ছেলে। 

জানা যায়, শিশুটির পরিবারের লোকজন বাড়ি থেকে দূরে পুকুরে মাছ ধরতে যায়। পাশে অপর পুকুরের পাশে শিশুটি খেলা করছিলো। খেলার ছলে পুকুরের পানিতে পড়ে যায় শিশুটি।  কিছুক্ষণ পর শিশুটির বাবা পুকুর থেকে উপরে উঠলে পাশের পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে। সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। 

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এসএই

আর্কাইভ