• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২২, ১২:২৭ এএম

ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে ৭৮১ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৩)।  রবিবার (১৩ নভেম্বর) দুপুরে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
 

আটককৃতরা হলো, সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলামের ছেলে মোহাম্মদ মহিবুল্লাহ (৩২) ও দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হুগলিপাড়া এলাকার মাহবুবুর রহমানের ছেলে নাসির উদ্দীন (২৮)।
ওসি জানান, আটক দুই মাদক ব্যবসায়ীকে শনিবার বিকেলে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নে একটি ছাত্র মেস থেকে আটক করে র‌্যাব। এসময় তাঁদের দেহ তল্লাশি করে ৭৮১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।  রবিবার (১৩ নভেম্বর) বিকেলে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

 

এসএই

আর্কাইভ