• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

শিবচরে প্রতিবন্ধী তরুনীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২২, ১২:২৩ এএম

শিবচরে প্রতিবন্ধী তরুনীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

মাদারীপুর প্রতিনিধি

শিবচরে এক বাক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মোবারক হাওলাদার (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে শিবচর থানা পুলিশ। 

শিবচর থানায় অভিযোগ দায়েরের পর তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান নিশ্চিত হয়ে ঢাকার কেরানীগঞ্জ থেকে শনিবার ভোর রাতে তাকে আটক করা হয়। 

রোববার(১৩ নভেম্বর) দুপুরে তাকে মাদারীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

মামলার বিবরনে জানা গেছে, উপজেলার শিরুয়াইল ইউনিয়নের চর শ্যামাইল গ্রামের এক কৃষক ও তার স্ত্রী গত শুক্রবার সকালে তাদের বাক প্রতিবন্ধী মেয়েকে (১৯) বাড়িতে একা রেখে ফসলের মাঠে কাজ করতে যায়। এসময় প্রতিবেশী মোবারেক হাওলাদার বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরে প্রবেশ করে প্রতিবন্ধী মেয়েটিকে ভয় দেখিয়ে জোর পূর্বক করে। দুপুরে মেয়েটির মা বাড়িতে এসে ঘরে ঢুকলে মোবারেক হাওলাদারকে অপ্রীতিকর অবস্থায় দেখতে পায়। এ সময় মোবারক দৌড়ে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন মেয়েটিকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

এ ব্যাপারে মেয়েটির বাবা বাদী হয়ে শনিবার রাতেই নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিবচর থানায় মামলা দায়ের করে। তথ্য প্রযুক্তির সহায়তায় শিবচর থানার এসআই সিদ্ধার্থ ব্রত কুন্ডুর নেতৃত্বে পুলিশের একটি দল গভীর রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত মোবারেক হাওলাদারকে গ্রেফতার করে। রবিবার সকালে গ্রেফতারকৃতকে মাদারীপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে।

ধর্ষনের শিকার মেয়েটির বাবা বলেন, ‍‍`ওই মোবারেক এর আগেও বিভিন্ন সময়ে আমার মেয়ের শরীর স্পর্শ করার চেষ্টা করতো। আমরা লোক লজ্জার ভয়ে কিছু বলিনি। কিন্তু এবার ঘরে একা পেয়ে আমার মেয়ের সর্বনাশ করেছে। আমি ওর কঠিন বিচার চাই।‍‍`

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‍‍`ধর্ষনের ঘটনায় মামলা দায়েরের পরই তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীর অবস্থান নিশ্চিত হয়ে রাতেই ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করা হয়েছে। রোববার গ্রেফতারকৃতকে মাদারীপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে।‍‍`

 

এসএই

আর্কাইভ