• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২২, ১২:১৮ এএম

দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তোফাজ্জল হোসেন (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রবিবার (১৩ নভেম্বর) সকালে জেলার দেবীগঞ্জ উপজেলার বলরামপুর তাঁতীপাড়া এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।

জানা যায়, মৃত তোফাজ্জল হোসেন নামের ওই বৃদ্ধ বলরামপুর তাঁতীপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তাঁতীপাড়া এলাকায় বৃদ্ধ তোফাজ্জল হোসেন বাড়ির পাশে বাঁশঝাড়ে বাঁশ কাটতে যান। এসময় বাঁশ কাটার সাথে সাথে উপরে থাকা একটি বৈদ্যুতিক তারে বাঁশ লেগে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন তিনি।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

 

 

এসএই

 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ