প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২২, ১২:১০ এএম
ঢাকা থেকে বাড়িতে আসার পথে বগুড়ায় যাত্রীবাহী বাসের ছাদ থেকে পড়ে সাজু মিয়া (২৮) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
সাজু মিয়া গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের পশ্চিম বেলকা গ্রামের মৃত খায়রুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ঢাকাসহ বিভিন্ন জেলায় দিনমজুরের কাজ করতেন।
রোববার (১৩ নভেম্বর) সকালে নিজ গ্রামে নিহত সাজুর মিয়ার জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। নিহত সাজু মিয়ার পরিবারে চলছে শোকের মাতম।
এর আগে, শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে বাড়ি আসার পথে বগুড়া শহরে ঢাকা-গাইবান্ধা মহাসড়কে যাত্রীবাহী বাসের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন দিনমজুর সাজু মিয়া। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিলুল্লাহ সিটি নিউজ ঢাকাকে বলেন, `ঢাকা থেকে বাড়িতে আসার সময় বগুড়ায় বাসের ছাদ থেকে পড়ে গিয়ে দিনমজুর সাজু মিয়ার মৃত্যু হয়। রবিবার সকালে জানাযা শেষে তাকে দাফন করা হয়েছে।`