• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

নীলফামারীতে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২২, ০২:০৬ এএম

নীলফামারীতে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নীলফামারী জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা অডিটোরিয়ামে সকালে জাতীয় পতাকা ও সাংগঠনিক পতাকা উত্তোলনের পর বেলুন ও পায়রা উড়িয়ে এর উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-০২ আসনের জাতীয় সংসদ সদস্যও বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর এবং উদ্বোধন করেন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাভোকেট রানা দাস গুপ্ত। সংগঠনের জেলা সভাপতি বাবু খোকা রাম রায়ের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মৃনাল কান্তি রায়।

পরে বাবু খোকা রাম রায়কে সভাপতি ও মৃনাল কান্তি রায়কে সাধারণ সম্পাদক করে জেলা কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক।

এর আগে সকালে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির  সন্মানিত সভাপতি ও যুদ্ধাপরাধী ট্রাইব্যুনাল এর প্রসিকিউটর বাবু রানা দাস গুপ্ত সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সৈয়দপুর উপজেলা ও পৌর শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানায়।

 

এসএই

আর্কাইভ