• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

গণপিটুনি থেকে বাঁচতে ৯৯৯ নম্বরে কল করে সাহায্য চাইলেন ‘চোর’

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২২, ০১:৫৬ এএম

গণপিটুনি থেকে বাঁচতে ৯৯৯ নম্বরে কল করে সাহায্য চাইলেন ‘চোর’

সাতক্ষীরা প্রতিনিধি

মৎস্য ঘেরে চুরি করতে গিয়ে ধরা পড়ে গণপিটুনি থেকে রক্ষা পেতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল করে সাহায্য চেয়েছেন  এক মাছ চোর। শনিবার (১২ নভেম্বর) ভোর রাত ২টার দিকে সাতক্ষীরা দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের কদমখালী গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ইউপি সদস্যের সহায়তায় মুচলেকা নিয়ে চোরকে ছেড়ে দেয়া হয়।

আটক মাছ চোর হলেন, সাতক্ষীরা দেবহাটা উপজেলার কদমখালী গ্রামের আবুল মোড়লের ছেলে মোঃ আকরাম মোড়ল। এছাড়া ঘের মালিক মোশাররফ হোসেন ও  চোর দূরসম্পর্কের জামাই শশুর।

কুলিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য  জাহিদুর রহমান জুয়েল জানান, শুক্রবার দিবাগত গভীর রাতে দেবহাটা উপজেলার কদমখালী গ্রামের মৃত আনোয়ার মোল্যার ছেলে মোশারফ হোসেন মোল্যার মাছের ঘেরে মাছ চুরি করতে যায় আকরাম মোড়ল। বিষয়টি জানতে পেরে ঘের মালিক মোশারফ হোসেন শনিবার ভোর রাত ২টার দিকে আকরাম মোড়লকে হাতে নাতে আটক করে।

এসময় গণপিটুনি থেকে রক্ষা পেতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল করে সাহায্য প্রার্থনা করেন আকরাম। এসময় সে পার্শ্ববর্তী অন্যান্য ঘের মালিকদের উপর দোষারপ করে।

তিনি আরও বলেন, ভোর রাতে দেবহাটা থানায়   বিষয়টি জানানো হলে সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে আকরাম মাছ চুরির বিষয়টি নিজে স্বীকার করে। আজ থেকে এধরণের কাজ আর করবে না এবং সন্ধ্যা ৭টার পর থেকে মৎস্য ঘের এলাকায় ঘোরাফেরা করবে না মর্মে অঙ্গীকার নামা দিলে শনিবার সকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ঘের মালিকের উপস্থিতিতে তার কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়।

এবিষয়ে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোভন দাস জানান, আটক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে সাহায্য চেয়ে জানায়, তাকে ধরে এনে মারপিট করা হচ্ছে। তাকে উদ্ধার করতে হবে। থানা থেকে ঘটনাস্থল অনেক দূরে হওয়ায় বিষয়টি স্থানীয় ইউপি সদস্য জাহিদুর রহমান জুয়েল সাহেবকে জানানো হয়। তিনি ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তির কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা নিয়ে তাকে ছেড়ে দেন। পরে জানা যায়, সে ঘেরে মাছ চুরি করতে গিয়ে ধরা পড়ে স্থানীয়দের গণপিটুনির হাত থেকে রক্ষা পেতে পুলিশের শরণাপন্ন হয়।

 

এসএই

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ