• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

তেঁতুলিয়ায় শীতের উপহার পেয়ে খুশি ৭ শতাধিক গরীব ও শীতার্ত মানুষ

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২২, ১০:৩০ পিএম

তেঁতুলিয়ায়  শীতের উপহার পেয়ে খুশি ৭ শতাধিক গরীব ও শীতার্ত মানুষ

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গরীব অসহায় ও শীতার্ত মানুষদের মাঝে শীতের উপহার হিসেবে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের বেগম খালেদা জিয়া বালিকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এম এস ভূঁইয়া এন্টারপ্রাইজ এর উদ্যোগে সাত শতাধিক গরীব ও শীতার্ত মানুষদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

উক্ত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ শীত বস্ত্র তুলে দেন এম এস ভূঁইয়া এন্টারপ্রাইজের চেয়ারম্যান আসাদুজ্জামান সোকেন ভূঁইয়া, তেঁতুলিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বেগম খালেদা জিয়া দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয় সভাপতি রেজাউল করিম শাহীন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, ভজনপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মকবুল হোসেন বাঙালি ও পঞ্চগড় জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা আব্দুল জলিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তির।

এ সময় জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ও দেবনাগড় ইউনিয়নের সাত শতাধিক গরীব, অসহায় ও শীতার্ত মানুষদের মানুষের মাঝে শীতবস্ত্র উপহার হিসেবে কম্বল তুলে দেন অতিথিরা।

এএল/

আর্কাইভ