• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

পঞ্চগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৫টি দোকান পুড়ে ছাই

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২২, ০৮:৫১ পিএম

পঞ্চগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৫টি দোকান পুড়ে ছাই

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় জেলা শহরের রাজনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৬৫টি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। 

শুক্রবার (১১ নভেম্বর) দিনগত গভীর রাতে পঞ্চগড় সদর বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টা অভিযান পরিচালনা করে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে বাজারের উত্তর অংশে মুড়ি, মুরগি, শুঁটকি ও চুড়িপট্টি ৬৫ দোকান ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। 

অগ্নিকাণ্ডে প্রায় দেড় থেকে দুই কোটি টাকার সম্পদ ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানান। ফায়ার সার্ভিস জানিয়েছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

এএল/

আর্কাইভ