• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

পৌর কর্মচারীকে মারপিট, কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২২, ০৫:৪৬ এএম

পৌর কর্মচারীকে মারপিট, কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সুুন্দরগঞ্জ পৌরসভার কাউন্সিলর মো. লাবলু মিয়ার বিরুদ্ধে বাজার শাখার আদায়কারী মোকলেছুর রহমানকে মারপিটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।

অভিযুক্ত লাবলু মিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি।

অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১০ নভেম্বর) অফিস চালাকালিন বাজার শাখার আদায়কারী  মোকলেছুর রহমান পৌরসভার ক্রয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভার কার্য-বিবরণী লিখে তা পৌরসভার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত), ক্রয় কমিটির দুই সদস্য- প্যানেল মেয়র ছামিউল ইসলাম ও ৯নং ওয়ার্ডের কাউন্সিলর দীপক কুমার সরকারের নিকট দেখাতে গেলে সেখানে উপস্থিত ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. লাবলু মিয়া সভার কার্যবিবরণী ফাইলের ছবি তুলতে চাইলে তাতে অস্বীকৃতি জানান মোকলেছুর রহমান। তখন পৌর নির্বাহী কর্মকর্তার কক্ষে দরজা বন্ধ করে চেয়ার দিয়ে মোকলেছুর রহমানকে মারপিট করেন কাউন্সিলর লাবলু মিয়া। এসময় পৌর কর্মকর্তাসহ অন্য দুই অফিস সহায়ক নুর ইসলাম ও নুরুজ্জামান এগিয়ে গেলে তাদের উপরও চড়াও হন বলে জানা যায়। এনিয়ে মোকলেছুর রহমান বাদী হয়ে ওই কাউন্সিলরের বিরুদ্ধে থানা অভিযোগ দায়ের করেন।

অভিযুক্ত কাউন্সিলর মো. লাবলু মিয়া মারধরের বিষয়টি অস্বীকার করে সিটি নিউজ ঢাকাকে বলেন, ‍‍`আমিও ক্রয় কমিটির একজন সদস্য। তাই তার কাছে ফাইলটি দেখতে চেয়েছি। এতে সে ক্ষিপ্ত হয়ে আমার সামনে সেটি ছিড়ে ফেলেন। পরে আমি  রাগান্বিত হয়ে তাকে আঘাত করার উদ্দেশ্যে চেয়ার তুলি। তবে তাকে কোনো আঘাত করা হয়নি।‍‍`

এবিষয়ে সুন্দরগঞ্জ পৌর মেয়র মো. আব্দুর রশীদ সরকার ডাবলু সিটি নিউজ ঢাকাকে বলেন, ‍‍`বিষয়টি আমি শুনেছি। তবে এটা নিছক ভূল বোঝাবুঝি। সামনের মিটিং এ বসে মিমাংসা করে দিবো।‍‍`

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম সিটি নিউজ ঢাকাকে বলেন, ‍‍`পৌরসভায় এক কর্মচারীকে মারপিটের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।‍‍`

 

এসএই/টি

আর্কাইভ