• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ফুলবাড়ীয়ায় শিয়ালের কামড়ে ৭ শিশুসহ অনেক লোক আহত

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২২, ০৯:১১ পিএম

ফুলবাড়ীয়ায় শিয়ালের কামড়ে ৭ শিশুসহ অনেক লোক আহত

ময়মনসিংহ ব্যুরো

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় রাধাকানাই ইউনিয়নে শিয়ালের কামড়ে ৭ শিশুসহ আহত হয়েছেন অনেকে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় পলাশতলী গ্রামে এ ঘটনা ঘটে। শিয়ালের কামড়ে আহতরা হলেন, পলাশতলী গ্রামের সুনারুবাড়ী মৃত খোরশেদ আলীর ছেলে সুরুজ্জামান মাস্টার (৪৫), পথচারী আফছার আলীর মেয়ে হালিমা খাতুন (৪০) বাজার পাড়া আ. মালেকের স্ত্রী আমেনা খাতুন (৫৫), খোড়ার চালা আন্নাছ আলী (৪০), আকন্দবাড়ির আবু বক্কর ছিদ্দিকের ছেলে আজাহারুল ইসলাম (২০), নেনজির পাড় আ. হাকিম (৩৫), ত্রিমোড়া হাফেজিয়া মাদ্রাসা পড়ুয়া ছাত্র নামাপাড়া আ. রহিমের ছেলে রাকিবুল হাসান আপন (১০) এ ছাড়া একই এলাকার আরও দুইজনকে শিয়ালে কামড়ানোর খবর জানা গেছে।
শিয়ালের এই উৎপাতে পলাশতলী, গোবিন্দপুরসহ বিভিন্ন গ্রামের মানুষজনের মধ্যে আতংক বিরাজ করছে। শিয়ালের অবস্থান জানা না থাকায় আতংকিত গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে চলাচল করছেন।
শিয়ালের কামড়ে আহত সুরুজ্জামান মাস্টার (৪০) জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বাজার উদ্দেশ্য রওনা দিলে বাড়ির দক্ষিণ পাশে পুকুর পাড়ে শিয়ালে কামড় দেয়। আমেনা খাতুন বলেন, বাড়ির আঙিনায় দাঁড়িয়ে থাকার সময় আমাকে শিয়াল কামড়িয়ে চলে যায়। আ. রহিম বলেন, আমার ছেলে রাকিবুল ইসলাম আপন পলাশতলী ত্রিমোড়া হাফেজিয়া মাদ্রাসায় লেখাপড়া করে রাত ১০টায় দোকানে যাওয়ার পথে শিয়ালে কামড়িয়ে আহত করে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিধান চন্দ্র দেবনাথ বলেন, শিয়ালের কামড়ে আহতদের প্রাথমিক চিকিৎসার পর জলাতঙ্কের ভ্যাকসিন নিতে হবে বলে জানান।

এএল/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ