• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সিরাজগঞ্জে ধর্ষণ মামলার দুই আসামি গ্রেফতার

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২২, ০৮:৩২ পিএম

সিরাজগঞ্জে ধর্ষণ মামলার দুই আসামি গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে এক নারীকে ধর্ষণের অভিযোগে দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।

গ্রেফতাকৃতরা হলেন, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নুকালী দক্ষিণপাড়া এলাকার রমজানের ছেলে শেরালী হোসেন ওরফে শেরে (৪৮) ও নুকালী পূর্বপাড়া এলাকার লতিফ সরকারের ছেলে ইয়াসিন সরকার (৩৫)।

শুক্রবার সকালে সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর হেডকোয়াটার থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

র‌্যাব জানায়, গ্রেঢতারকৃত শেরালী ও ইয়াসিন শাহজাদপুর থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের দায়ের করা (ধর্ষণ মামলা) মামলার আসামি। গত ৯ নভেম্বর মামলা হওয়ার পর থেকে তারা আত্মপোগনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ঈশ্বরপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। আজ শুক্রবার সকালে তাদের শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়।

ধর্ষণ মামলার তদন্তকারী কর্মকর্তা ও শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আনিস বলেন, ‘গত ৭ নভেম্বর শাহজাদপুর উপজেলার নুকালী এলাকায় এক নারীকে তার স্বামীর কাছে টাকা পাবে বলে ঢেকে নিয়ে যায় আসামিরা। পরে তারা ওই নারীকে স্থানীয় একটি স্কুলের বারান্দায় নিয়ে ধর্ষণ করে বলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব তাদের গ্রেফতর করে। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে’।

এএল/

আর্কাইভ