প্রকাশিত: নভেম্বর ১১, ২০২২, ০৮:১৬ পিএম
কক্সবাজার সমুদ্রসৈকতে আবারও ভেসে এসেছে শত শত মৃত জেলিফিশ। শুক্রবার (১১ নভেম্বর) ভোরে সমুদ্রসৈকতের কলাতলীর পয়েন্টের উত্তরপাশে এসব জেলিফিশ ভেসে আসে।
স্থানীয়রা জানান, জেলেদের জালে আটকে পড়ে এসব জেলিফিশ। পরে তারা সৈকত পাড়ে ফেলে চলে যায়।
এদিকে সকালে ভেসে আসা এসব জেলিফিশের নমুমা সংগ্রহ করেছে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ও সমুদ্র বিজ্ঞানী সাঈদ মাহমুদ বেলাল হায়দারের নেতৃত্বে একটি টিম।
মহাপরিচালক জানান, সমুদ্রের কক্সবাজার উপকূলে জেলিফিশের প্রচুর আধিক্য রয়েছে। জেলেদের জালে আটকা পড়ে মারা গিয়ে সেগুলো কূলে ভেসে আসে।
ভেসে আসা জেলিফিশে আতঙ্কিত হওয়ার কিছু নেই জানিয়ে তিনি জানান, লোবোনিমুইডিস রোবোস্টাস বা স্থানীয় ভাষায় সাদা নুইন্না প্রজাতির এই জেলিফিশের সংস্পর্শে গেলে কোনো ধরণের ক্ষতি হয় না। বরং প্রক্রিয়া করা গেলে খাদ্য হিসেবে বেশ উপযোগী জেলিফিশ।
এর আগে গত ৩ ও ৪ আগস্ট কক্সবাজার সমুদ্রসৈকতে বিপুল জেলিফিশ ভেসে এসেছিল।
এআরআই