• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

তিস্তা ব্যারেজ এবার ঘুরে গেলেন মন্ত্রিপরিষদ সচিব

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২২, ০৫:৫৪ পিএম

তিস্তা ব্যারেজ এবার ঘুরে গেলেন মন্ত্রিপরিষদ সচিব

লালমনিরহাট প্রতিনিধি

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে যখন আলোচনা চলছে সর্বত্র, ঠিক সেই সময় চীনের রাষ্ট্রদূতের পর এবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম দেশের বৃহত্তম তিস্তা সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ ঘুরে গেলেন। 
তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় তিস্তা ব্যারেজের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। পরে তিস্তা নদী পাড়ে অবস্থিত রাষ্ট্রীয় ভবন ‘অবসর’ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে রাত্রী যাপন করেন। 
এ সময় অতিরিক্ত সচিব রাহাত আনোয়ার, উপ-সচিব সাজ্জাদুল হাসান, ইশতিয়াক আহমেদ, লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর, অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের রংপুর নির্বাহী প্রকৌশলী আমিনুল হক ভুঁইয়া, হাতীবান্ধার ইউএনও নাজির হোসেনসহ বিভিন্ন কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগণ তার সঙ্গে ছিলেন। 
এ সময় স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেনের সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ হয়। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপির এ সাক্ষাতে তিস্তা মহাপরিকল্পনার বিষয়টি উঠে আসে।

এএল/
 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ