• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

মাহফিল শুনতে এসে গণধর্ষণের শিকার তরুণী, গ্রেপ্তার ৪

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২২, ১২:৩২ এএম

মাহফিল শুনতে এসে গণধর্ষণের শিকার তরুণী, গ্রেপ্তার ৪

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের চিরিরবন্দরে ইসলামী মাহফিল শুনতে এসে প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে প্রেমিকা। এ ঘটনায় বুধবার রাতে চিরিরবন্দরের রানীরবন্দর এলাকা থেকে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, মিজানুর রহমান (২৮), দিলীপ রায় (২৩), সোহেল রানা (২৫), উভয়ের গ্রাম কিসমত নশরতপুর। অপরদিকে নুর আলম (২২) পার্বতীপুর উপজেলার রাজাবাসর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, মঙ্গলবার (৮ নভেম্বর) দিবাগত রাতে পোশাকশ্রমিক ওই নারী উপজেলার পার্শ্ববর্তী রানীপুর ডাঙ্গাপাড়া এতিমখানা এলাকায় ইসলামী মাহফিল শোনার জন্য যায়। সেখানে প্রেমিক মিজানুর রহমান ওই নারীকে পাশের একটি বাঁশ ঝাড়ে ডেকে নেয়। সেখানে আগে থেকে বসা ছিল তার তিন বন্ধু। পরে তারা চারজন মিলে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।

চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ জানান, আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। ভিকটিমের ফরেনসিক ও ডিএনএ পরীক্ষার জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ফরেনসিক বিভাগে প্রেরণ করা হয়েছে।

 

আইএ/

আর্কাইভ