• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সুন্দরগঞ্জে রাতের আঁধারে কৃষকের একশ কলাগাছ কর্তন

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২২, ১০:২৭ পিএম

সুন্দরগঞ্জে রাতের আঁধারে কৃষকের একশ কলাগাছ কর্তন

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে রাতের আঁধারে কৃষক মো. জয়দুল হকের প্রায় ১শ কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। বুধবার (৯ নভেম্বর) রাতে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের দক্ষিণ সাহাবাজ হিন্দুপাড়ায় এ ঘটনা ঘটে। পূর্ব শত্রুতার কারণে প্রতিপক্ষের লোকজন তার এ ক্ষতি করেছে বলে দাবি ক্ষতিগ্রস্ত কৃষকের। স্থানীয়রা জানান, উপজেলার সর্বানন্দ ইউনিয়নের দক্ষিণ সাহাবাজ গ্রামের কৃষক জয়দুল হক তার ধানক্ষেত সংলগ্ন রাস্তা দিয়ে প্রায় ১শ কলাগাছ লাগিয়েছেন। কিন্তু রাতের আঁধারে তার সব কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। কলাগাছগুলোতে থোড় আসা শুরু করেছিল। কৃষক জয়দুলের ছেলে মাহাবুব আলম সিটি নিউজ ঢাকাকে বলেন, ‍‍`বৃহস্পতিবার সকালে জমিতে এসে দেখি কলাগাছগুলো দুর্বৃত্তরা কেটে দিয়েছে। যখন কলাগাছ লাগাই তখনই স্থানীয় কয়েকজন বাধা দিয়েছিল। আমাদের ধারণা তারাই এই কাজটি করেছে। ভুক্তভোগী কৃষক জয়দুল হক সিটি নিউজ ঢাকাকে বলেন, ধানক্ষেত সংলগ্ন রাস্তা দিয়ে ১শ কলাগাছ লাগিয়েছিলাম। এতে প্রায় পনের হাজার টাকা ব্যয় হয়েছে। দুর্বৃত্তরা আমার কলাগাছ নষ্ট করেনি ওরা আমার স্বপ্নকে ধ্বংস করেছে। এর সঠিক বিচার চাই। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম সিটি নিউজ ঢাকাকে বলেন, কলাগাছ কর্তনের বিষয়ে এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এএল/

আর্কাইভ