• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

পঞ্চগড়ে ম্যানগ্রোভ এক্সপ্রেস ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২২, ০৯:০৯ পিএম

পঞ্চগড়ে ম্যানগ্রোভ এক্সপ্রেস ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে ম্যানগ্রোভ এক্সপ্রেস ফাউন্ডেশনের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সংগঠনটির বর্ষপূর্তি উপলক্ষে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন অতিথিরা। 

এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হক, ম্যানগ্রোভ এক্সপ্রেস ফাউন্ডেশন পঞ্চগড়ের সভাপতি আসাদুজ্জামান আপেলসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। 

‘মানবাধিকার বঞ্চিত ও অসহায় মানুষের পাশে সর্বদা’ স্লোগান নিয়ে সংগঠনটি চার বছর ধরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও অসহায় মানুষকে সহযোগিতা করে আসছে।

 

এএল/

আর্কাইভ