• ঢাকা শনিবার
    ০৯ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

রামেকে করোনা ইউনিটে আরও ১৩ জনের মৃত্যু

প্রকাশিত: জুন ১৬, ২০২১, ১০:৩২ এএম

রামেকে করোনা ইউনিটে আরও ১৩ জনের মৃত্যু

দেশজুড়ে ডেস্ক

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) সকাল ৯টা থেকে বুধবার (১৬ জুন) সকাল ৯টার মধ্যে মারা যান তারা। এরমধ্যে পাঁচজন করোনায় ও আটজন উপসর্গ নিয়ে মারা গেছে।

সিটি নিউজ ঢাকাকে এ তথ্য নিশ্চিত করেছেন রামেক উপ-পরিচালক ডা. সাইফুল ইসলাম।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ১৩ জন মারা গেছেন। এদের মধ্যে তিনজন করে মারা গেছেন ১ এবং ১৫ নম্বর ওয়ার্ডে। আইসিইউ ও ৩ নম্বর ওয়ার্ডে দু’জন করে মারা গেছেন। এ ছাড়া একজন করে মারা গেছেন ২২, ২৫, ৩৯ ও ৪০ নম্বর ওয়ার্ডে। এরমধ্যে রাজশাহীর আটজন, চাঁপাইনবাবগঞ্জের চারজন ও কুষ্টিয়ার একজন।

রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, রামেকের করোনা ইউনিটে শয্যা রয়েছে ৩০৫টি। বুধবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৩৪৪ জন। এরমধ্যে আইসিইউতে ভর্তি রয়েছেন ২০ জন। গত ২৪ ঘণ্টায় ৪৮টি নতুন রোগী রামেকে ভর্তি হয়েছে। অন্যদিকে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন। রামেকের করোনা ইউনিটে মোট ১৮২ জন সন্দেহভাজন উপসর্গের রোগী ভর্তি রয়েছে। করোনায় পজিটিভ রোগী ভর্তি রয়েছে ১৬২ জন।

মঙ্গলবার রামেক হাসপাতালের ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৭৭টি নমুনায় পজিটিভ রেজাল্ট আসে। অন্যদিকে রাজশাহী মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ৪৫৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এরমধ্যে ১৫২ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিবেচনায় আক্রান্তের হার ৪৩ দশমিক ৪৩ শতাংশ।

মামুন/নির্জন
আর্কাইভ