• ঢাকা শুক্রবার
    ১০ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২২, ০৭:৩৮ পিএম

বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু

বাগেরহাট প্রতিনিধি

ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাট পৌরসভা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখতে পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে। “নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি” এ প্রতিপাদ্য নিয়ে বাগেরহাট জেলা প্রশাসন ও পৌরসভা যৌথ উদ্যোগে কর্মসূচির উদ্বোধন করে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।

সারাদেশেই ডেঙ্গুর প্রাদুবার বাডছে, ডেঙ্গু থেকে রক্ষা পেতে বৃহস্পতিবার সকালে বাগেরহাটে পৌরসভার প্রাণকেন্দ্র সাধনার মোড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখতে পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের নেতৃত্বে মানুষকে সচেতন করার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব ও ডেঙ্গু জ্বরের লক্ষণ ও করণীয় শীর্ষক লিফলেট বিতরণ করা হয়।

এ সময় পৌর মেয়র খান হাবিবুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাব্বেরুল ইসলামসহ পৌরসভার সকল কাউন্সিলরা কর্মসূচিতে অংশ নেন।

এএল/

আর্কাইভ