প্রকাশিত: নভেম্বর ১০, ২০২২, ০৯:০২ এএম
জয়পুরহাটে ৬ কেজি গাঁজাসহ শাহনাজ বেগম (৪৫) নামে এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাবের সদস্যরা। বুধবার রাত ৯টার দিকে পৌরসভার বুলুপাড়া বামনকুন্ড এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক শাহনাজ বেগম জয়পুরহাট পৌরসভার বুলুপাড়া (বামনকুন্ডা) মহল্লার রেজাউল করিমের স্ত্রী বলে জানা গেছে।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোস্তফা জামান জানান, দীর্ঘদিন যাবৎ মাদক এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ছিল শাহনাজ বেগম। এই অবৈধ ব্যবসায় তাকে সহযোগিতা করে আসছিল তার স্বামী। আজকে পাঁচবিবি সীমান্ত এলাকা থেকে গাঁজা নিয়ে আসে তিনি। গোপন সংবাদের ভিত্তিতে তার স্বামী রেজাউল করিমের বাড়ির ভেতরে অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
পরে ওই মহিলার বিরুদ্ধে জয়পুরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আদালতের মাধ্যমে জেল হাজতেপাঠানো হবে।
র্যাব মাদক বিরোধী এ অভিযানে উপস্থিত ছিলেন জয়পুরহাট র্যাব ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানাসহ অন্য সদস্যরা।
এসএই/এএল