• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

নীলফামারীতে আইডিইবির ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২২, ১০:০৫ পিএম

নীলফামারীতে আইডিইবির ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নীলফামারী প্রতিনিধি

‘টেকসই উন্নয়নে-নবায়নযোগ্য জ্বালানি’ প্রতিপাদ্যে নীলফামারীতে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয় আইডিইবি নীলফামারী জেলা শাখার উদ্যোগে। 

নীলফামারী পৌরসভা থেকে বর্ণাঢ্য এক র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে ফিরে আলোচনা সভায় মিলিত হয়। আইডিইবি নীলফামারী জেলা শাখার সভাপতি প্রকৌশলী আব্দুল মান্নান বসুনিয়ার সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হায়দার আলী। 

এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সিদ্দিক শফিকুল ইসলাম। নীলফামারী সদর উপজেলা ছাড়াও ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ উপজেলার ডিপ্লোমা প্রকৌশলীগণ এতে অংশগ্রহণ করেন।

এএল/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ