• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

শ্রীমঙ্গলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে বস্ত্র ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত।

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২২, ০৮:২২ পিএম

শ্রীমঙ্গলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে বস্ত্র ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত।

তুহিন জুবায়ের, মৌলবীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রশাসনের অনুমতি ব্যতীত হস্ত কুটির শিল্প ও স্থানীয় উদ্যোক্তা নামীয় মেলার আয়োজন করার চেষ্টা করেছে বলে অভিযোগ এনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছেন শ্রীমঙ্গলের বস্ত্র ব্যবসায়ী সমিতি। সোমবার (৭ নভেম্বর) রাতে শহরের ভানুগাছ রোডে চিল আউট রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়কালে এসব অভিযোগ করেন শ্রীমঙ্গলের বস্ত্র ব্যবসায়ী সমিতি। অভিযোগে উল্লেখ করা হয়, যারা স্থানীয় উদ্যোক্তা মেলা নামে এই মেলার আয়োজন করার চেষ্টা করছে তারা কেউ স্থানীয় ব্যবসায়ী নন, এমনকি শ্রীমঙ্গলের স্থানীয় কোনো ব্যবসায়ী এ মেলার সঙ্গে জড়িত নন। তারা বলেন, করোনাকালীন সময়ে স্থানীয় ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন যা সবাই জানেন। দোকান ভাড়া, ব্যাংক লোন, কর্মচারী বেতন, বিদ্যুৎ বিলসহ নানান খরচ মেটাতে গিয়ে ব্যবসায়ীরা এখনো ধার দেনায় ডুবে রয়েছেন। এরমধ্যে উদ্যোক্তা মেলার নামে বহিরাগতদের এনে নিম্নমানের পণ্য দিয়ে ব্যবসা চালালে স্থানীয় ব্যবসায়ীরা আরও ক্ষতির মুখে পড়বেন। এ সময় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বস্ত্র ব্যবসায়ী সমিতির যুগ্ম আহ্বায়ক হাজী শাহ্ আলমের সঞ্চালনায় ও বস্ত্র ব্যবসায়ী সমিতির আহ্বায়ক ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি এ এস এম ইয়াহিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী মো. কামাল হোসেন, বস্ত্র ব্যবসায়ী সমিতির আহ্বায়ক শাহাজান ইউ আহমেদ, মো. হাফিজ আহমেদ।
এ ছাড়াও শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, সহ-সভাপতি দীপঙ্কর ভট্টাচার্য লিটন, সাধারণ সম্পাদক মো. ইমাম হোসেন সোহেল, বস্ত্র ব্যবসায়ী সমিতির যুগ্ম আহ্বায়ক অজয় দেব, অর্থ সচিব মো. শরিফ উদ্দিনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও বস্ত্র ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এএল/

আর্কাইভ