• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২২, ০৩:০৪ এএম

কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোখলেছ আলী মন্ডল (৩৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এতে আরোও একজন আরোহী আহত হয়েছেন।

সোমবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের কালিতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোখলেছ আলী উপজেলার কামারদহ গ্রামের বাচ্চু মন্ডলের ছেলে। 

স্থানীয়রা জানান, ঢাকা-রংপুর মহাসড়কের কালিতলা নামক স্থানে একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় ওই মোটরসাইকেল আরোহী নিহত হয়। এসময় স্থানীয়রা আরও একজনকে আহত অবস্থায় উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। ঘটনার পর কাভার্ড ভ্যানটি রেখে চালক পালিয়ে যায়। লরে পুলিশ খবর পেয়ে কাভার্ড ভ্যানটি জব্দ করেন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক মো. সোলায়মান আলী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।


 

এসএই

আর্কাইভ