প্রকাশিত: নভেম্বর ৮, ২০২২, ০২:৪৭ এএম
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা পৌরসভার গোবিন্দপুর মাদ্রাসা পাড়ায় বসত-বাড়িতে দিনের বেলায় প্রায় পাঁচলক্ষ টাকার স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় ১৮ ঘন্টার মধ্যে চুরিকৃত স্বর্ণালঙ্কার উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (৭ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে কুষ্টিয়া জেলার চৌঁরহাস এলাকার ক্যানেলপাড়া থেকে চুরি যাওয়া এসব স্বর্ণালংকার উদ্ধার করে পুলিশ।
এ চুরির ঘটনায় মা-মেয়েসহ কুষ্টিয়ার জুয়েলারী ব্যবসায়ীকে আটক করেছে । আটকৃতরা হলো- মূল আসামী কুষ্টিয়া শহরের চৌঁরহাস ক্যানেলপাড়ার আবুল হোসেনের স্ত্রী জাহানারা খাতুন (৬৫) , তার মেয়ে রেজাউল করিমের স্ত্রী পলি খাতুন (৩৮) ও কুষ্টিয়া শহরের চৌঁরহাস মোড়ের সোহাগ জুয়েলারির মালিক সোহাগ আহম্মেদ (৩৮)।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন জানান, রবিবার (৬ নভেম্বর) দুপুর ১টার দিকে সানোয়ার হোসেনের স্ত্রী জবেদা খাতুন বাড়ীতে প্রাচীরের পকেট গেইটসহ ঘরে প্রবেশের দরজা খোলা রেখে নিত্যদিনের কাজকর্ম করছিলেন। এ সময় তিনি পানির মটর চালিয়ে বাথরুমে কাপড় ধুতে যান। প্রায় আধা ঘন্টা পরে কাপড় ধুয়ে বের হন। বের হয়ে দেখতে পান দরজার সামনে ৬০/৬৫ বছরের বয়স্ক ফর্সা এবং মোটা একজন মহিলা বাড়ির ভিতরের আম গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে এবং তাকে মা সম্মোধন করে পানি খেতে চান। পানি আনতে গেলে পানি না খেয়ে দ্রæত চলে যান। তিনি আবার বাথরুমে ঢুকে কিছু কাপড় চোপড় ধুয়ে দুপুর ২টার দিকে দেখতে পান বাড়ির প্রধান দরজার সিটকিনি খোলা। ঘটনাটি সন্দেহ হলে তার ওয়ারড্রব খুলে দেখে ড্রয়ারে থাকা স্বর্ণের একটি সীতা হার, একটি চিক (হার), একজোড়া বালা, ছোট-বড় মিলিয়ে মোট তিনটি আংটি নেই। এ ঘটনায় জবেদা খাতুন আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পর্যালোচনা করে দেখেন ইতিপূর্বে আসামী জাহানারা বেগম হাপানিয়া এলাকায় অনুরূপ কৌশল অবলম্বন করে চুরি করতে গিয়ে ধরা পড়ে এবং থানায় মামলা হয়। আসামী জাহানারা বেগমের ছবি সংগ্রহ করে মামলার বাদী জবেদা খাতুনকে দেখালে তিনি আসামীকে চিনতে পারেন। অভিযোগের ভিত্তিতে আলমডাঙ্গা থানা পুলিশ কুষ্টিয়া জেলার চৌঁরহাস মোড়ে স্বর্ণালঙ্কার উদ্ধারে অভিযান পরিচালনা করে। জবেদা বেগম আসামী জাহানারাকে চিনতে পারলে আসামী জাহানারা বেগম উক্ত চুরির কথা স্বীকার করেন এবং তার দখলে থাকা নিজের ষ্টীলের আলমারীর ভেতর থেকে বের করে দেন চুরি যাওয়া ২ ভরি ওজনের একটি সীতা হার, আট আনা ওজনের ছোট-বড় মোট তিনটি আংটি। বাকী স্বর্ণালংকার এবং নগদ ৪৫ হাজার জাহানারা খাতুনের মেয়ে পলি খাতুন ও সোহাগ আহম্মেদের কাছ থেকে উদ্ধার করে পুলিশ।
উদ্ধার হওয়া স্বর্ণালংকারের ওজন ৫ ভরি ৮ আনা যার ম‚ল্য আনুমানিক ৪ লক্ষ ১৮ হাজার টাকা ও নগদ টাকা ৪৫ হাজার সর্বমোট ৪ লক্ষ ৬৩ হাজার টাকা।
এসএই