• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ফুলপুরে চাচার হাতে ভাতিজা খুন

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২২, ০২:১৬ এএম

ফুলপুরে চাচার হাতে ভাতিজা খুন

ময়মনসিংহ ব্যুরো

ময়মনসিংহের ফুলপুরে জমি সংক্রান্ত বিরোধে চাচার হাতে ভাতিজা খুন হয়েছে। এতে আহত হয়েছে ১ জন।

সোমবার (৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের বনোয়াকান্দা গ্রামে এই ঘটনা ঘটে।

জানা যায়, ফুলপুর উপজেলার বনোয়াকান্দা গ্রামের মৃত আবুল হাশেম পাঠানের একমাত্র ছেলে নুরুল ইসলাম পাঠানের (৬০) সাথে তার চাচা আজমান আলী পাঠানের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সোমবার বেলা সাড়ে ১২ টায় নুরুল ইসলাম পাঠান নিজের জমিতে বেড়া দিতে গেলে চলাচলে সমস্যা হবে অজুহাতে তার চাচা আজমান আলী পাঠান, চাচাতো ভাই মঞ্জুরুল পাঠান ও আনোয়ার পাঠান তাকে বাধা দেয়। এসময় তাদের মাঝে কথা-কাটাকাটি হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে নুরুল ইসলাম পাঠান ও তার ছেলে মারুফ গুরুতর আহত হয়। আহত নুরুল ইসলাম পাঠান ও মারুফকে স্থানীয়রা উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নুরুল ইসলাম পাঠানকে মৃত ঘোষণা করেন।

ফুলপুর থানার এসআই মোফাখখির জানান, নিহত নুরুল ইসলাম পাঠানের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

এসএই

আর্কাইভ