• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

১২০ পিস ইয়াবাসহ যুবক আটক

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২২, ০১:৫৭ এএম

১২০ পিস ইয়াবাসহ যুবক আটক

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে ১২০পিস ইয়াবাসহ সেরু (৩২) নামে এক যুবক পুলিশের হাতে আটক হয়েছে। আটকের পর তাঁর পকেট থেকে ১২০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। সোমবার (৭ নভেম্বর)  বিকেলে সৈয়দপুর থানাধীন গোলাহাট পুলিশ ফাঁড়ির অভিযানিক দল তাঁকে কয়া গোলাহাট থেকে আটক করে। আটককৃত যুবক সেরু (৩২) শহরের গোলাহাট কবরস্থান গেট এলাকার মৃত. খোদাদিন শাহ্ এর ছেলে।
 

গোলাহাট পুলিশ ফাঁড়ির উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জামাল জানান, এসআই শাহ আলম ও এএসআই মোখলেছকে সাথে নিয়ে  গোপন সংবাদের ভিত্তিতে কয়াগোলাহাট স্কুল অ্যান্ড কলেজের অদুরে ওই  অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক মাদকব্যবাসয়ীর পকেট থেকে ওই  সময় ১শ ২০ পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে ধরা হয়। সে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত।
 

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগামীকাল মঙ্গলবার (৮ নভেম্বর) তাঁকে আদালতে তোলা হবে।

 

 

এসএই

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ