• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সৈয়দপুর পৌরসভার ৮০ ভাগ সড়কই বেহাল

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২২, ০৩:৩৬ পিএম

সৈয়দপুর পৌরসভার ৮০ ভাগ সড়কই বেহাল

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুর পৌরসভার উন্নয় খাতে বাজেটে ৭০ কোটি টাকা বরাদ্দ রাখা হলেও ৮০ ভাগ রাস্তাই বর্তমানে বেহাল। পৌরসভার ১৫টি ওয়ার্ডের সড়কগুলো দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে অধিকাংশেরই কার্পেটিং ও খোয়া উঠে যাওয়ায় ছোট-বড় খানাখন্দক তৈরি হয়েছে। সামান্য বৃষ্টিতেই কিছু এলাকার রাস্তাঘাট হাঁটুপানিতে তলিয়ে যাওয়ায় ড্রেনের নোংরা ও কাদাপানিতে চলাচলে জনসাধারণের চরম দুর্ভোগেরও অভিযোগ রয়েছে।

শিল্প ও ব্যবসা সমৃদ্ধ উপজেলাা হিসেবে খ্যাত সৈয়দপুর। উপজেলার অন্যতম প্রসিদ্ধ সৈয়দপুর পৌরসভায় দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা, বিমানবন্দর, সেনানিবাস, ১০০ শয্যা হাসপাতাল, বাস টার্মিনাল, ছোট-বড় ৫ শতাধিক শিল্প-কলকারখানা ছাড়াও রয়েছে সরকারি বেসরকারি স্কুল-কলেজসহ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। কিন্তু সমৃদ্ধ এই প্রথম শ্রেণির পৌরসভার রাস্তাঘাটগুলোর চরম বেহাল দশা।

দীর্ঘদিন সংস্কার না হওয় ও পৌর প্রশাসনের অবহেলার কারণে ১৫টি ওয়ার্ডের প্রায় ১১০ কিলোমিটার পাকা রাস্তার বর্তমানে বেহাল দশা। এবং এখনো রয়েছে প্রায় ২০ কিলোমিটার কাঁচা রাস্তা। শহীদ ডা. জিকরুল হক ও বিমানবন্দর সড়ক ছাড়া অধিকাংশ রাস্তারই কার্পেটিং ও খোয়া উঠে যাওয়ার কারণে ছোট বড় খানাখন্দে পরিণত হয়েছে। তা ছাড়া অল্প বৃষ্টিতে কিছু রাস্তা হাঁটুপানিতে তলিয়ে যাওয়ায় নোংরা ও কাদাপানিতে চলাচলে চরম দুর্ভোগের অভিযোগও রয়েছে। রাস্তাাগুলোর বেহাল দশার কারণে শহরের মধ্যে প্রয়োজনী জায়গায় পৌঁছাতেও  চরম বিপাকে পড়তে হয় জনসাধারণকে।

সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বলেন ‘বরাদ্দ না পাওয়ায় আমরা প্রধান রাস্তার সংস্কারের কাজ শুরু করতে পারিনি।’ তবে পৌরসভার ছোট ছোট রাস্তাগুলো টেন্ডারের মাধ্যমে মেরামতের কাজ চলছে।

 

 

এসএই/এএল

আর্কাইভ