• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

দুর্বৃত্তের ছুরিকাঘাতে বিএনপি নেতা কামাল নিহত

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২২, ০৫:০৭ এএম

দুর্বৃত্তের ছুরিকাঘাতে বিএনপি নেতা কামাল নিহত

সিলেট প্রতিনিধি

সিলেটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বিএনপির এক নেতা নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আ ফ ম কামাল। তিনি সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং সিলেট জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক। তার বাড়ি নগরের সুবিদবাজার এলাকায়। 

রোববার (৬ নভেম্বর) রাত ৯টার দিকে নগরের আম্বরখানা বড় বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রোববার রাতে বড়বাজার এলাকায় আ ফ ম কামাল নিজের প্রাইভেটকারে বসা ছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা দুইজন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

নিহতের মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রাজু নামের এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ।

উল্লেখ্য, আগামী ১৯ নভেম্বর সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

এআরআই

আর্কাইভ