• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

গোবিন্দগঞ্জে ৫ বাড়ি লকডাউন

প্রকাশিত: জুন ১৫, ২০২১, ০৯:৫৮ পিএম

গোবিন্দগঞ্জে ৫ বাড়ি লকডাউন

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পাঁচটি বাড়ি লকডাউন করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) বিকেলে করোনার বিস্তার রোধে বাড়িগুলোকে লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন।

গোবিন্দগঞ্জ উপজেলা শহরের একটি বাড়ি, শিবপুর গ্রামের একটি বাড়ি এবং অন্যান্য এলাকার আরও তিনটি বাড়িসহ মোট পাঁচটি বাড়িতে লকডাউন কার্যকর করা হয়।

সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু সাঈদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. শহিদুল ইসলাম সোহাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম মেহেদী হাসান উপস্থিত ছিলেন। 

তথ্য নিশ্চিত করে গোবিন্দগঞ্জের ইউএনও মো. আবু সাঈদ বলেন, ‘ উপজেলার ওইসব এলাকায় প্রায় ১৫ জন ব্যক্তি করোনায় সংক্রমিত হয়েছেন। যার ফলে পাঁচটি বাড়ি লকডাউন দেয়ার পাশাপাশি পারিবারিক নিরাপত্তার স্বার্থে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেয়া হয়েছে।  

ডব্লিউএস/এম. জামান

আর্কাইভ