• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সুন্দরগঞ্জে চারদিন ধরে শিশু নিখোঁজ, থানায় ডায়েরি

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২২, ১১:৩৮ পিএম

সুন্দরগঞ্জে চারদিন ধরে শিশু নিখোঁজ, থানায় ডায়েরি

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে চারদিন ধরে মো. নাইম মিয়া (৬) নামের এ শিশু নিখোঁজ রয়েছে। এঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন শিশুটির পরিবার।

গত বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলতে গিয়ে বাড়িতে ফিরে আসেনি শিশু নাইম। নাইম উপজেলায় শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছি শান্তিরাম গ্রামের মো. আনিছুর রহমানের ছেলে।

ডায়েরি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে শিশু নাইম বাড়ির পাশে প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলাধুলা করতে গিয়ে বাড়িতে আর ফিরে আসেনি। সেদিন থেকেই পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। শিশু নাইমকে খুঁজে না পেয়ে তার বাবা শনিবার রাতে থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডি নং: ২৫৫, তারিখ: ৫/১১/২০২২ ইং।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, ‍‍`নাইম নামে এক শিশু নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি হয়েছে। এবিষয়ে সকল থানায় বার্তা পাঠানো হয়েছে।‍‍`

 

এসএই

আর্কাইভ