• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

তালাবদ্ধ ঘরে স্বামী-স্ত্রীর লাশ,শিশু পাশে বসা

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২২, ০৯:৩৩ পিএম

তালাবদ্ধ ঘরে স্বামী-স্ত্রীর লাশ,শিশু পাশে বসা

সিলেট ব্যুরো

সিলেটের একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বেলা ১১ টায় জালালাবাদ থানা পুলিশ পল্লবী আবাসিক এলাকার ২৫-সি বাসা থেকে  লাশ দুটি উদ্ধার করে। ওই সময়  তাদের শিশু সন্তানকে উদ্ধার করা হয়েছে। সে পিতা মাতার লাশের পাশে বসে ছিল।

পুলিশ জানায়- পল্লবী আবাসিক এলাকার ওই বাসায় ভাড়াটে হিসেবে বসবাস করতেন সুনামগঞ্জের সদর উপজেলার ফন্দিয়া গ্রামের শিপা তালুকদার ও তার স্বামী রিপন দাস। রবিবার (৬ অক্টোবর)সকালে তাদের দরজা বন্ধ অবস্থায় দেখতে পান স্থানীয়রা।তখন ভেতর থেকে একটি শিশুর কান্নার আওয়াজ আসছিলো। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করে।

জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান জানিয়েছেন, পুলিশ  লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এদিকে- আত্মহত্যারক আগে একটি চিরকুট লিখে গেছেন শিপা তালুকদার।  ওই চিরকুটে তার রেখে যাওয়া সন্তানকে দেখভাল করার জন্য স্বজনদের কাছে অনুরোধ জানিয়ে গেছেন তিনি।

 

 

এসএই/কিউ

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ