• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশিত: জুন ১৫, ২০২১, ০৯:৪২ পিএম

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে একটি কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (১৫ জুন) সন্ধ্যায় মাদারীপুর-শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মধ্যচক এলাকায় ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হাফেজ আব্দুর রহমান (২২)   মোটরসাইকেল চালক ইসমাইল হোসেন (২৭) নিহত আব্দুর রহমান মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর এলাকার মো. শহিদুল ইসলামের ছেলে এবং ইসমাইল হোসেন শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার উত্তর চরকুমারিয়া এলাকার দিদারুল হাওলাদারের ছেলে।

পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানায়, মাদারীপুর-শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে শরীয়তপুর থেকে নিউ পালং ট্রান্সপোর্ট (ঢাকা মেট্রো -১৪২৯৩৫) নাম্বারের একটি কাভার্ডভ্যান দ্রুতগতিতে মাদারীপুরের দিকে আসছিল। একই সময় পেছনে একটি মোটরসাইকেল দ্রুতগতিতে আসছিল। খোয়াজপুর মধ্যের চক এলাকায় এসে কাভার্ডভ্যানটি হঠাৎ ব্রেক করে। এতে পেছনে থাকা মোটরসাইকেলটি কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লেগে সড়কে আছড়ে পড়ে।

ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকসহ এক হাফেজ মারা যান। সময় স্থানীয়রা আরও একজনকে গুরুতর আহত অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। তবে তার পরিচয় জানা যায়নি।

ব্যাপারে মাদারীপুর সদর মডেল থানা পুলিশের উপপরিদর্শক দীপংকর বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছি, আরেকজন আরোহীকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের পরিবারের লোকজন এলে মরদেহ হস্তান্তর করা হবে।

ডব্লিউএস/এম. জামান

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ