• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২২, ০৭:১৭ পিএম

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের ধন্যপুর এলাকায় মাটি তুলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে শহিদ উল্যাহ (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার (৬ নভেম্বর) সকাল ৯টার দিকে এঘটনা ঘটে।

নিহত শহিদ উল্লাহ ধন্যপুরের মুসলিম মাস্টারের পুরাতন বাড়ির মৃত আমিন উল্লাহর ছেলে।

নেওয়াজপুর ইউনিয়নের চেয়ারম্যান আমির হোসেন বাহাদুর জানান, সকালে নৌকা নিয়ে জমি থেকে মাটি তুলছিল শহিদ। এসময় অসাবধানতা বশত: ঝুলে থাকা বিদ্যুৎর তারের সঙ্গে তার শরীর লাগলে তিনি পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা দেখে তাকে উদ্ধার বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান। 

জানা যায়, ঘুর্ণিঝড় সিত্রাং এর সময় নেওয়াজপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে গাছ পড়ে পল্লী বিদ্যুতের অনেক তার ছিড়ে যায় এবং বিভিন্ন স্থানে তার ঝুলে যায়। কিছু কিছু জায়গায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ তারগুলো সরালেও এখনও অনেক স্থানে তার ঝুলে রয়েছে।

 

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিদ্যুৎ পৃষ্ট হয়ে শহিদ উল্যা নামে এক ব্যক্তি  মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এসএই

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ