• ঢাকা শনিবার
    ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

নড়াইলে শিশুদের ইসলামী সঙ্গীত প্রতিযোগিতা

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২২, ০৪:১২ পিএম

নড়াইলে শিশুদের ইসলামী সঙ্গীত প্রতিযোগিতা

নড়াইল প্রতিনিধি

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নড়াইলে শিশুদের ইসলামী সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ নভেম্বর) দুপুরে শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় ডিজিটাল কম্পিউটার একাডেমি মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মনিকা একাডেমির আয়োজনে ও সাবিব অটো গ্যালারির সহযোগিতায় শিশুদের ইসলামী সঙ্গীত প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

মনিকা একাডেমির পরিচালক সবুজ সুলতানের পরিচালনায় ও একাডেমির উপদেষ্টা আবু সালেহ মো. সজলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-সোনালী ব্যাংক নড়াইল শাখার ব্যবস্থাপক মফিদুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন, সাবিব অটো গ্যালারির পরিচালক আনিসুল আজম, পিবিএম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান, আলকুবা আদর্শ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তানিয়া সুলতানা, চিল্ড্রেন ভয়েস স্কুলের শিক্ষক শাবানা আজমী, হবখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কেয়া খানম, ইসলামী সঙ্গীতশিল্পী আক্তারুজ্জামান আজাদী, লোহাগড়ার কামনা শিশু সেন্টারের প্রধান শিক্ষক কামনা ইসলাম, আলকুবা আদর্শ বিদ্যালয়ের শিক্ষক আয়শা ইসলাম, মুক্তা খানম, সুলতানা জ্যোতিসহ অনেকে।

গত ৯ অক্টোবর ছিল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিময় দিন ১২ রবিউল আউয়াল। 

 

এসএই

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ