• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ময়মনসিংহ বিকাশ জোনের ম্যানেজারের

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২২, ০৪:০২ পিএম

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ময়মনসিংহ বিকাশ জোনের ম্যানেজারের

ময়মনসিংহ ব্যুরো

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বিকাশ‍‍`র ময়মনসিংহ জোনের ম্যানেজার

ময়মনসিংহে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী গোলাম মওলা সুমন (৪৪) নামে এক জনের মৃত্যু হয়েছে।

শনিবার (৫ নভেম্বর) রাত পৌনেে ১১ টার দিকে মহানগরীর কেওয়াটখালি রেলক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত গোলাম মওলা সুমন মহানগরীর শ্যামাচরণ রায় রোড এলাকার শহিদুল ইসলামের ছেলে। তিনি বিকাশ‍‍`র ময়মনসিংহ জোনের ম্যানেজার ছিলেন।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মহিউদ্দিন  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোলাম মওলা সুমন মহানগরীর কেওয়াটখালি রেলক্রসিং এলাকায় রেললাইনের পাশে মোটরসাইকেলের উপরে বসে কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

ওসি মহিউদ্দিন আরও বলেন, এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে বিনা-ময়নাতদন্তে মরদেহ নেয়ার আবেদন ।

 

 

এসএই

আর্কাইভ