• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

কাউখালীর ইউপি সদস্য মামুন হত্যা; প্রধান আসামি সিদ্দিক গাজী নারায়ণগঞ্জে গ্রেপ্তার

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২২, ০৬:২৪ এএম

কাউখালীর ইউপি সদস্য মামুন হত্যা;   প্রধান আসামি সিদ্দিক গাজী নারায়ণগঞ্জে গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়াকাঠী ইউনিয়ন পরিষদের সদস্য (ইউপি) মামুন হাওলাদারকে হত্যা মামলার প্রধান আসামি সিদ্দিকুরকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার রাতে (৪ নভেম্বর) তাকে নারায়ণগঞ্জ সদর থেকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, গত ৩১ অক্টোবর সকালে কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মামুন হাওলাদারকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের ভিটাবাড়িয়া আজহারিয়া দাখিল মাদ্রাসার কাছে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনা সারাদেশে আলোচিত হয়। পুলিশের পাশাপাশি র‌্যাবও ছায়া তদন্ত শুরু করে। তারই ধারাবাহিকতায় মামলার প্রধান আসামি সিদ্দিককে গ্রেপ্তার করা হয়েছে।

 

 

এসএই

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ