• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মাগুরায় জাতীয় সমবায় দিবস পালিত

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২২, ০৯:৪২ পিএম

মাগুরায় জাতীয় সমবায় দিবস পালিত

মাগুরা প্রতিনিধি

‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় শনিবার ৫১ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।  এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় জেলা সমবায় কার্যালয় চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে জেলা সমবায় কার্যালয় থেকে র‌্যালি বের হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিণ শেষে স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা সমবায় ব্যাংকের সভাপতি পঙ্কজ কুমার কুন্ডুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। বক্তব্য রাখেন সদর উপজেলা জেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিফ-উল- হাসান, জেলা জেলা সমবায় অফিসার মৃনাল কান্তি কল্লিক প্রমুখ। জেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দ এ অনুষ্ঠানের আয়োজন করে। 

 

এসএই/এএল
 

 

আর্কাইভ