• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

পাবনায় জাতীয় সমবায় দিবস পালিত 

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২২, ০৯:৩২ পিএম

পাবনায় জাতীয় সমবায় দিবস পালিত 

পাবনা প্রতিনিধি

শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে পাবনার বেড়া উপজেলায় ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিস যৌথভাবে এ দিবসটি পালন করে। 

‌শনিবার (৫ নভেম্বর) সকালে ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এ প্রতিপাদ্য নিয়ে বেড়া উপজেলা চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করে দিবসের সূচনা করেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুর আলী। পরে সেখান থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। 

শোভাযাত্রা শেষে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সবুর আলীর সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিজু তামান্না, বেড়া উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বাবু, বেড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শায়লা শারমিন ইতি প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এআরআই/এএল

আর্কাইভ