• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মাগুরায় প্রিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২২, ০৮:০৯ পিএম

মাগুরায়  প্রিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন

মাগুরা প্রতিনিধি

মাগুরায় প্রিয়া বিশ্বাস হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা। একই সঙ্গে যৌতুকের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন তারা। শনিবার সকাল ১১টায় মাগুরা প্রেসক্লাবের সামনে মাগুরা জেলা মহিলা পরিষদের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জেলা মহিলা পরিষদের সভানেত্রী মমতাজ বেগমের নেতৃত্বে প্রিয়ার পরিবারের সদস্য ও এলাকাবাসীরা অংশ নেন। এ সময় প্রিয়া বিশ্বাস হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

এএল/এআরআই

আর্কাইভ