• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সৈয়দপুর, কী নামে ডাকবো তোমায়? বিভ্রান্তিতে মানুষ

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২২, ০৪:৫৮ পিএম

সৈয়দপুর, কী নামে ডাকবো তোমায়? বিভ্রান্তিতে মানুষ

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুর উপজেলার নাম ইংরেজি বানানে ভার্চুয়াল সার্চ ইঞ্জিন গুগল বলছে Syedpur (সৈয়দপুর)। আবার উইকিপিডিয়া বলছে Saidpur (সাঈদপুর)। উপজেলা হলেও দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শহর হচ্ছে সৈয়দপুর। শহরটির ইংরেজি বানান নিয়ে বিতর্ক দীর্ঘ দিনের। এতে উচ্চারণগত সমস্যাও আছে। 

সৈয়দপুরের উচ্চরণ কীভাবে হবে, কী রকম হবে তা নিয়ে বিভ্রান্ত এ জনপদের মানুষ। কেউ কেউ বলছেন সৈয়দপুর, কী নামে ডাকবো তোমায়? সৈয়দপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেসবুক আইডিতে Uno Syedpur লেখা আছে। অফিসিয়াল ওয়েবসাইডে লেখা আছে syedpur.nilphamari.gov.bd  যা দেখে সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোখছেদুল ইসলাম প্রশ্ন তুলেছেন। 

মুঠোফোনে তিনি জানান, এক সময় আমরা ঢাকাকে ইংরেজিতে Dacca লিখতাম। বিগত এরশাদ সরকারের আমলে ঢাকা উচ্চারনের সঙ্গে সংগতিপূর্ণ রেখে Dhaka  চালু করা হয়। বর্তমান সরকার চট্টগ্রাম, কুমিল্লা, যশোর, বগুড়ার নাম উচ্চারণ অনুযায়ী ইংরেজি বানান পরিবর্তন করেছে। saidpur  লিখলে সৈয়দপুর বুঝায় ঠিকই কিন্তু ওই বানানটি প্রচলিত নয়। বরং Syedpur সাঈদপুর হলেও তা আদী থেকে প্রচলিত। এবং সবক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে।


তিনি বলেন, সৈয়দপুর হচ্ছে একটি আন্তর্জাতিক গুরুত্বের শহর। এর কারণ হলো- এখানে একটি বিমানবন্দর রয়েছে। যে বিমানবন্দরটিকে ইংরেজিতে Saidpur Airport বলা হয়। এ ছাড়াও এ শহরে আছে দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা, সেনানিবাস, রেলওয়ে পুলিশ সুপারের কার্যালয়সহ জেলা ও বিভাগীয় পর্যায়ের অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা। হুট করে সৈয়দপুরের ইংরেজি বানান বিতর্কিত করা ঠিক না। সৈয়দপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আসাদুজ্জামান বলেন, অনেক দাফতরিক চিঠিতে Saidpur কে Syedpur লেখা হয়েছে। 

এতে বিভ্রান্ত হতে হয়। প্রাচীনতম সৈয়দপুর কলেজের নাম ইংরেজিতে লেখার ক্ষেত্রে আমরা Saidpur College লিখে আসছি। সৈয়দপুরের কামারপুকুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অরুণ কুমার দাস বলেন, বানান বিতর্ক একটি ভয়াবহ ব্যাপার। অবিনস্ত অক্ষর বিন্যাসের ফলে একটি জনপদের প্রকৃত পরিচয় হারিয়ে যেতে পারে। Syedpur নয় Saidpur হচ্ছে সৈয়দপুরের পরিচয়। এখানে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলোজি’র ঠিকানাতে সৈয়দপুরের ইংরেজি বানান Saidpur রয়েছে। কাজেই আমরা বানান বিতর্কে যেতে চাই না। 

এ নিয়ে কথা হয় সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল রায়হানের সঙ্গে। তিনি বলেন, সৈয়দপুর উপজেলার ইংরেজি বানান গেজেটে কি আছে তা খুঁজে দেখতে হবে। অবশ্যই আমরা নাম বিতর্ক নিয়ে সুধীজনদের সঙ্গে একটি বৈঠক করতে পারি। আশা করি এর সমাধান হবে।

এএল/

আর্কাইভ