• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সৈয়দপুর বিমানবন্দরে ইউপি চেয়ারম্যান আটক

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২২, ০৬:১১ এএম

সৈয়দপুর বিমানবন্দরে  ইউপি চেয়ারম্যান আটক

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ১৫ পিস ইয়াবাসহ এক ইউপি চেয়ারম্যান ও তার  সহযোগী একজনকে  আটক করা হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) রাত ৮ টায় বিমানবন্দর  আর্মড পুলিশ ব্যাটালিয়িন (এপিবিএন) তাদের আটক করে।

আটক চেয়ারম্যানের নাম আব্দুর রাজ্জাক মিলন। তিনি কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগে সাধারণ সম্পাদক। আর তার সহযোগী একই ইউনিয়নের বহেরহাটা গ্রামের আলহাজ আবু হোসেনের ছেলে মুচা মিয়া বলে জানা গেছে।

বিমানবন্দর পুলিশ সূত্রে জানায়, আটক আব্দুর রাজ্জাক  ৮ টা ১০ মিনিটে ইউএস বাংলা এয়ারলাইন্সে তাদের দুইজনের ঢাকা যাওয়ার কথা ছিল। বোর্ডিং পাস নেওয়ার সময় তাদের শরীর তল্লাশী করা হয়। এ সময় আব্দুর রাজ্জাকের শার্টের পকেটে ১৫টি ইয়াবা পাওয়া যায়।

এপিবিএন, বিমানবন্দর ইউনিটের ইনচার্জ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের সৈয়দপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আটক আব্দুর রাজ্জাক ও তার সহযোগী মুচা মিয়ার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

 

এসএই

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ