• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সৈয়দপুরে যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২২, ০৫:০২ এএম

সৈয়দপুরে যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা

নীলফামারী প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও  সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) রাত ৮টার সময় নীলফামারীর সৈয়দপুর অফিসার্স ক্লাবে উষ্ণ সংবর্ধণা দেওয়া হয়। একই অনুষ্ঠানে পার্বতীপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র ও পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন কে সংবর্ধণা দেওয়া হয়।

অনুষ্ঠানে নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক, নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোখছেদুল মোমিন, সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সৈয়দপুর পৌরসভার মেয়র ও পৌর মহিলা লীগের সভাপতি রাফিকা আকতার জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে স্থানীয় শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

 

 

এসএই

আর্কাইভ