• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সৈয়দপুরে জাতীয় সংবিধান দিবস পালন

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২২, ০২:৪৩ এএম

সৈয়দপুরে জাতীয় সংবিধান দিবস পালন

নীলফামারী প্রতিনিধি

সারাদেশের ন্যায় নীলফামারীর সৈয়দপুরেও প্রথমবারের মত জাতীয় সংবিধান দিবস-২০২২ পালিত হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় দিবসটি উদযাপন উপলক্ষ্যে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলামের সভাপতিত্বে ওই আলোচনা সভায় আরও বক্তব্য রাখে উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনা বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুর মোহাম্মদ এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আল মিজানুর রহমান প্রমুখ। 

এছাড়া বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, আইনজীবি ও সুধীসমাজ ওই আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

 

এসএই

 

আর্কাইভ