• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

নড়াইলে মেডিকেল ক্যাম্পে এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২২, ১০:৩৮ পিএম

নড়াইলে মেডিকেল ক্যাম্পে এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা

নড়াইল প্রতিনিধি

নড়াইলে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। আরবিএফএম ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে শুক্রবার (৪ নভেম্বর) দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। শিক্ষাবিদ শরীফ আতিয়ার রহমান স্মৃতি সংসদের উদ্যোগে ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্পে এক হাজারের বেশি রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেয়া হয়েছে।

শরীফ আতিয়ার রহমান স্মৃতি সংসদের সভাপতি ডাক্তার শরীফ শামীম আতীকের সভাপতিত্বে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সিভিল সার্জন ডাক্তার নাছিমা আকতার, সাবেক যুগ্ম সচিব এটিএম মহিউদ্দিন, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, বীর মুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবীর, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকুসহ অনেকে।

ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন-গাইনী বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার তাওফিকা হুসাইন তুলি, অর্থপেডিক্স বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার বীরেন্দ্রনাথ ভট্টাচার্য্য, সিনিয়র গাইনী বিশেষজ্ঞ ডাক্তার গুল এ আনার, সাতক্ষীরা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাক্তার শরীফ জাহাঙ্গীর আতীক, চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার এনামুল হক, স্নায়ু  ও মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার শাম্মী আক্তার, শিশু বিশেষজ্ঞ ডাক্তার আলীমুজ্জামান সেতুসহ দেশবরেণ্য ২৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক।  

শরীফ আতিয়ার রহমান স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটন জানান, এলাকার অসহায় ও গরিব মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার লক্ষ্যে এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

সাতক্ষীরা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাক্তার শরীফ জাহাঙ্গীর আতীক বলেন, আমার বাবা শিক্ষাবিদ শরীফ আতিয়ার রহমানের স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্পে এক হাজারের বেশি রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। এছাড়া বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়।

এএল/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ