প্রকাশিত: জুন ১৫, ২০২১, ০৭:৫৭ পিএম
ঝিনাইদহের কালীগঞ্জে এক মানসিক প্রতিবন্ধীর
গায়ে আগুন ধরিয়ে হত্যা
চেষ্টার ঘটনা ঘটেছে। সোমবার
(১৪ জুন) রাত ১১টার
দিকে উপজেলা শহরের বিহারী মোড়ে এ ঘটনা
ঘটে।
অগ্নিদগ্ধ
আব্দুর রহমানকে (৪৫) উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই যশোর
মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো
হয়। সে শহরের আড়পাড়া
এলাকার মনছুর খানের ছেলে।
এ
ঘটনায় আহতের ভাই লুতফর রহমান
সকাল ১০টার দিকে কালীগঞ্জ থানায়
বিপ্লব হোসেনকে বাদী করে মামলা
দায়ের করেছেন। তবে আসামিকে এখনও
গ্রেফতার করতে পারেনি পুলিশ।
স্থানীয়রা
জানায়, গতকাল রাত ১১টার দিকে
উপজেলা শহরের বিহারী মোড়ে এসে আব্দুর
রহমান হাঁটাহাঁটি করছিল। এ সময় শহরের
হুরাইরা হার্ডওয়ার-এর মালিক ও
সাবেক কমিশনার মার্জেদ আলীর ছেলে বিপ্লব
হোসেন তাকে ডাক দেয়।
পরে
আব্দুর রহমানের শরীরে দাহ্য পদার্থ (তারপিন) ঢেলে ম্যাচ দিয়ে
আগুন ধরিয়ে দেয় বিপ্লব। এ
সময় শরীরে আগুন লাগা অবস্থায়
সে এদিক-সেদিক ছোটাছুটি
শুরু করে। পরে স্থানীয়রা
এসে তোয়ালে দিয়ে তার শরীরের
আগুন নিভিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কালীগঞ্জ
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আহসানুল হক
জানান, আব্দুর রহমানের বুক, মুখ, মাথা
আগুনে পুড়ে গেছে। সব
মিলিয়ে তার শরীরের ২০
শতাংশ ক্ষতিগ্রস্ত। বর্তমানে সে আশঙ্কামুক্ত। তবে
উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর
মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো
হয়েছে।
কালীগঞ্জ
থানার ওসি মাহাফুজুর রহমান
বলেন, ‘এ ঘটনায় আব্দুর
রহমানের ভাই লুৎফর রহমান
বাদী হয়ে থানায় মামলা
করেছে। আসামি পলাতক থাকায় তাকে ধরতে পুলিশের
অভিযান অব্যাহত রয়েছে। তবে ঠিক কী
কারণে এমন ঘটনা ঘটলো
তা এখনও জানা যায়নি।’
ডব্লিউএস/নির্জন