• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২২, ০৬:১৯ পিএম

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে বাইকট্যুর শেষে ফেরার পথে ট্রাক-মোটরসাইকেল সংর্ঘষে রাসেল (২৬) নামে এক মোটরসইকেল আরোহী মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে মিলন (২৬) নামে আরেক আরোহী।

শুক্রবার (৪ নভেম্বর) সকালে পঞ্চগড় সদরের চার মাইল নামক এলাকার পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, রাসেল ঠাকুরগাঁও জেলার কালীবাড়ি এলাকার বাসিন্দা। তবে তার বাবার পরিচয় জানা যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ছুটির দিনে মোটরসাইকেলযোগে তেঁতুলিয়ায় বাইকট্যুরে আসে রাসেল। কাঞ্চনজঙ্ঘা দেখে ও ঘোরা শেষে নিজ বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেলযোগে ফেরার পথে পঞ্চগড়ের চার মাইল এলাকায় পৌঁছালে তেঁতুলিয়াগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষে ঘটনাস্থালেই মারা যায় রাসেল। এ সময় স্থানীয়দের সহায়তায় আহত মিলনকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে ঘটনার পর পরেই ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।

তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এএল/

আর্কাইভ