• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

হাতিয়ায় দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেল প্রতিবেশীর

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২২, ০৫:২৫ পিএম

হাতিয়ায় দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেল প্রতিবেশীর

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় জমির সীমানা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে আবুল হাসেম মাঝি (৫০) এক প্রতিবেশী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

নিহত আবুল হাসেম মাঝি উপজলার বুড়িরচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রেহানিয়া গ্রামের আলী আজ্জমের ছেলে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বুড়িরচর ইউনিয়নের রহমত বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িরচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোতালেব বেপারীর বাড়ির মো. হোসেনের (৩০) সাথে একই বাড়ির মো. ফয়েজ উদ্দিনের (৩৩) জায়গা জমি নিয়ে বিরাধ চলছিল। এ বিরাধের জের ধরে বৃহস্পতিবার বিকেলে তাদের বাড়িতে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে ফয়েজ রাত ৮টার দিকে স্থানীয় রহমত বাজারে চলে আসে। 

তখন একই বাড়ির মো. হোসেন ও তার ভাই সাগর (২৬) বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে ফয়েজের ওপর হামলা চালায়। ওই সময় দুই পক্ষ সংঘর্ষ লিপ্ত হয়। দুই পক্ষরে সংঘর্ষ থামাতে গিয়ে প্রতিবেশী আবুল হাসেম মাঝি মাথার পিছনে আঘাত পেয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই সময় প্রতিপক্ষরে হামলায় ফয়জ উদ্দিন গুরুতর আহত হয়। আহত ফয়জ উদ্দিন হাতিয়া উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।  

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  আসামিদের গ্রেফতার করতে পুলিশ মাঠে রয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত প্রদক্ষেপ নেয়া হবে।  

এএল/

আর্কাইভ