• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

নীলফামারীতে জেল হত্যা দিবস পালিত

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২২, ০৫:৩৬ এএম

নীলফামারীতে জেল হত্যা দিবস পালিত

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে জেল হত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বৃহস্পতিবার ( ৩ নভেম্বর ) সকালে নীলফামারী জেলা আওয়ামীলীগের উদ্দ্যোগে একটি শোক র‌্যালি দলীয় কার্যালয় থেকে বের হয়। ‌র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু চত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সকল সদস্য ও জাতীয় চার নেতাসহ সকল শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

পরে বঙ্গবন্ধু চত্তরে জেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ, পৌর আওয়ামীলীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুজার রহমান প্রমূখ।

এর আগে, জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়।এছাড়া জেলার অন্যান্য উপজেলাতেও জেলহত্যা দিবসে শোভাযাত্রা, আলোচনা সভা ও পুষ্পমাল্য অর্পণ করা হয়।

 

এসএই

আর্কাইভ