• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

পাখি শিকারের অপরাধে ৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২২, ০৫:২৫ এএম

পাখি শিকারের অপরাধে ৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের হাইল হাওর সংলগ্ন পশ্চিম ভাড়াউড়া এলাকায় পরিযায়ী পাখি শিকারের অপরাধে ৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই অর্থদন্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সন্দীপ তালুকদার। ৫ টি বিভিন্ন জাতের পরিযায়ী পাখি শিকারের অপরাধে খাজা মিয়া কে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা)আইন,২০১২ মোতাবেক ৩০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সন্দীপ তালুকদার বলেন,পাখি শিকারে ব্যবহৃত জাল ঘটনাস্থলে বিনস্ট করা হয়েছে ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সময় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ,র‍্যাব ৯ ও সাংবাদিকরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেছেন। তিনি আরো বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

এসএই

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ