• ঢাকা শনিবার
    ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

নীলসাগর ট্রেনের ১৪টি টিকিটসহ একজন গ্রেফতার

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২২, ০৭:১৬ এএম

নীলসাগর ট্রেনের ১৪টি টিকিটসহ একজন গ্রেফতার

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর চিলাহাটি রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে মজিবুল হক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সৈয়দপুর জিআরপি পুলিশ। বুধবার (২ নভেম্বর) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। মজিবুল ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের দিগন্তপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে। উদ্ধার হওয়া ১৪টি টিকিটে ৩২টি আসন ছিল।
 

সৈয়দপুর জিআরপি থানার পরিদর্শক সাকিউল আযম জানান, সন্ধ্যার দিকে অভিযান চালিয়ে অনলাইনে কাটা এসব টিকিট উদ্ধার করা হয়। তিনি একজন কালোবাজারি। এ ব্যাপারে মামলা হয়েছে তার বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে এই ট্রেনের টিকিট কালোবাজারি হয়ে আসছে। ফলে যাত্রীরা টিকিট পাচ্ছিলেন না।

 

এসএই/এএল
 

আর্কাইভ